যাওয়া
সুশান্ত সেন
যাওয়া সহজ নয় মোটেই
পথে বাঁধা পড়ে বিস্তর
আবার এক লহমায়তেই
ছেড়ে যেতে হয় ঘর।
আকাশকে নীলে ভরানো
সহজ ত নয় মোটেই
কোনো না কোনো কোনে
একটু মেঘ থাকবেই।
তোমাকে সব কথা বলা
বলতে পারলাম না ত
গোধূলির অবশিষ্টাংশ
আকাশে আজ প্রতিভাত।
সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০