Swapna Duttachowdhury

Swapna Duttachowdhury

এ বসন্ত হয়না প্রবীণ
স্বপ্না দত্ত চৌধুরী

প্রেম চিরন্তন,চির সবুজ,চির নবীন,
সবুজে ঢাকা চির বসন্ত হয়না কখনো প্রবীণ ।
লোকে যাই বলুক……
এ বসন্তের শুরু শেষ বলে কোন কথা নেই
কিন্তু যার চোখ যেমন, দেখে তারে তেমনই।
প্রেম কখনো বয়স মানে না
ভাবেনা কালের কথা ।
বেলা যায় দিন গড়ায়, সূর্য্য ঢলে পড়ে,
ক্লান্ত শরীরে দিনের শেষে ঘুমের দেশে
প্রেম ধরা দেয় ,সোনার কাঠি রুপার কাঠির জাদু ছোঁয়ায়
রূপকথার সোনালী নকশি কাঁথায় স্বপ্নের বেশে।
ভেসে বেড়ায় সুখের সাগরে
আঁকি বুকি কাটে রাজপুত্র ,রাজকন্যা হয়ে ,
মনের গভীরে… স্বপ্নের ঘোরে ।
যখন ঘুম ভাঙ্গে,
মিলিয়ে যায় অন্ধকারের অতলে রাত পরীর দেশে,
রেখে যায় সারাদিন আদুরে স্বপ্নের রেশ,
ভালোলাগার আবেশে।

Leave a Reply