Syed Shahjada Alamgir

এপিট ওপিট,
কলমেঃ প্রবক্তা সাধু।

জীবনের সাথে ঘিরে আছে যতো জন
যদি হায় ভালো হতো সকলের মন।
কেউ করে অনাদর কেউ অবহেলা
মনটাকে কেউ ভাঙ্গে কেউ করে খেলা।
নিজেদের প্রয়োজনে সামনে যে থাকে
প্রয়োজন মিটে গেলে কেবা খোঁজ রাখে।
ভালোবাসা পেতে চায় দিতে গেলে নাই
মুখে মধু পেটে বিষ সবখানে পাই।

শরীরের সব খুন যদি দেই ঢেলে
মনে হয় খুশী হতো অরো বেশী পেলে।

এর মাঝে ভালোলোক অছে হাতে গোনা
মাঝে মাঝে মনে হয় তারা খাঁটি সোনা।
উপকার করে যদি জনে জনে বলে
অপকার করেনা সে কারো তলে তলে।
ভালোলোক আছে বলে দুনিয়াটা চলে
তা না হলে ধরাধাম যেতো রসাতলে।

Leave a Reply