Syed Shahjada Alamgir

শিরোনামঃ প্রিয় বঙ্গমাতা,
কলমেঃ প্রবক্তা সাধু।

sahityapatrika

ওহে প্রিয় বঙ্গমাতা ওহে জন্মভূমি
বসুমতী মাঝে তব এত রূপ-সুধা
হেরিয়া বদনখানি ভুলে যাই ক্ষুধা
মনের তৃষ্ণা মিটাই ধুলোমাটি চুমি।

ষড়ঋতু নদ-নদী ফসলের মাঠ
একতারা দোতারার মিঠে মিঠে সুর
রাখালী বাঁশীর সুর ভেসে যায় দূর
রমনীরা সার বেঁধে চলে পান ঘাট।

প্রভাতে সাঁঝের বেলা গান করে পাখি
রাতভর শেয়ালেরা করে ডাকাডাকি।

বারোজাতি মিলেমিশে থাকে একসাথে
মায়া মমতায় ভরা বাঙালির মন
জারি সারি কবিগান শোনা যায় রাতে
তুমি আছো আর কিছু কিবা প্রয়োজন।

Leave a Reply