হৃদয় ভাঙ্গা আয়না,
কলমেঃ প্রবক্তা সাধু।
হৃদয় ভাঙ্গা আয়নায় শত সহস্র ছবি
গোধূলির বর্ণচ্ছটায় হারিয়ে যায়
টুকরোগুলো পড়ে থাকে রক্তস্রোতে
সূর্যাস্তের গাঢ় অন্ধকারে।
অধিকার আদায়ের মিছিলে সর্বাগ্রে অপুষ্ট ছেলেটি
হৃষ্টপুষ্টরা প্রতিবছর তার স্মরণসভা করে
দুপুরের কড়া রোদে নেতিয়ে পড়া কুমড়ো ফুল
ওখানে কার সমাধি, ফলক হীন?
সমাজের দুষ্টক্ষত নরপশুদের শিকার
চপলা কিশোরীর রক্তাক্ত নিথর দেহ
পড়ে আছে ঝোপের আড়ালে
প্রহরায় কতিপয় অভুক্ত সারমেয়।
আলিঙ্গনের মাঝে অদৃশ্য দেয়ালে বিচিত্র চিত্র
সরিৎ জলে পাপ ধোয়ার অপচেষ্টা
পায়ে কাদা লাগিয়ে দুর্বাঘাসে ঘষাঘষি
বিনা আগুনের গাত্রদাহ জলে নেভেনা।
কাকের উচ্ছিষ্ট নয়; মৃতদেহ চায় শকুন
জিদ্দি গাধা ঘোলা জল করে পান
নিম্নমুখী প্লাবন মানেনা কোনো বাধা
মানুষের সকল ক্ষমতা অতি তুচ্ছ তার কাছে।
১৬/০৯/২০২২