The truth is this,
every monster
you have met
or will ever meet,
was once a human being
with a soul
that was as soft
and light
as silk.
Someone stole
that silk from their sole
and turned them
into this.
So when you see
a monster next,
always remember this.
Do not fear
the things before you.
Fear the thing
that created it
instead.
যে দানবকে তুমি দেখ রোজই
সে ছিল না দানব চিরদিনই
সে ছিল মানব একদিন
তারও ছিল হৃদয় সেদিন
তুলোর মত নরম সাদা
আর রেশমের মত হাল্কা
যেন আকাশের সেই বলাকা।
একদিন কেউ সে হৃদয় থেকে
ছিনিয়ে নেয় সে রেশমকে
সে হয়ে ওঠে
আজ যেমন দেখ তাকে।
দাম দিও আমার এ কথার,
দেখবে যখন সামনে আবার
মিথ্যা ভয় পেও না তাকে
ঘৃণা করো না এই বেচারাকে
বরং বুঝে চল সেই দানবকে
ঘৃণা কর তাকে
যে বানিয়েছে একে।