কিছু দুঃখ
তুষার ভট্টাচাৰ্য
🍁
কিছু দুঃখ লিখে রাখি অন্ধকার
রাত্তির স্লেটে
কিছু দুঃখ লিখে রাখি
জীবনের সাদা পৃষ্ঠায় ;
অলীক মৃত্যুর ছবি আঁকি
উঠোনের তৃণঘাসে
মৃত্যুটি চুপটি করে বসে বিড়ি খায়
পোড়া হলুদ চাঁদের গায় ;
পাপ পুণ্যকে পাঠিয়ে দিই
চৌদ্দো বছর বনবাসে
তারপর মাঝির নৌকোয়
নীরবে ভেসে যাই অকূল দরিয়ায় ;
জীবনের না বলা দুঃখ গাঁথা
শুধু লিখে রাখি
হৃদয়ের গোপন পৃষ্ঠায় l
sahitya patrika