হৃদয়ের চৌকাঠে
তুষার ভট্টাচাৰ্য
হেমন্তের ঝরা পাতা – আমি রাত্তির হিমেল বাতাসে শুধু চলে যাবার পদ শব্দ শুনি,
শৈশবের কলরব মুখরিত নদীর জলে ভেসে যাওয়া
কত মানুষের শব দেখি ,
অন্ধকারে মৃত জোছনায় জোনাকির কান্না ধ্বনি উড়ে আসে
নিরালা দুয়ারে জানালায়,
তবে সবকিছু ছেড়ে ছুঁড়ে আমারও নীরবে কী চলে যাবার সময় হল
একাকী ওই দূরে তিন ভুবনের পারে নিরুদ্দেশ যাত্রায় ?
বিপন্ন হৃদয়ে অলীক মৃত্যুর শিহরণ জেগে উঠলেই
আমি সন্তানের রৌদ্র ধোওয়া মায়াবী মুখ দেখি,
আর তখনই বেঁচে থাকার অনন্ত বাসনা জেগে ওঠে হৃদয়ের চৌকাঠে l