What else
was I going to do
with all the fire
you left inside me?
I had two choices—-
find someone
to share it with me.
Or to burn live
Nikita Gill লিখিত You Left & I Moved On কবিতা অবলম্বনে
কি আছে করার
বিদায় নিয়েছে ফাগুন
জ্বালিয়ে গেলে আগুন
দগ্ধ আমার হৃদয়
আগুন জ্বলে অন্তরময়
আমার কি করার আছে সে আগুনে
যা জ্বালিয়ে গেলে আমার জন্যে।
দুটোর একটা বিকল্প আমার,
আমি বেছে নিতে পারি তাকে
যে ভাগিদার আমার যাতনার
নয়তো বিকল্পটা অপেক্ষায়
আগুনে আত্মাহুতি আমার।
.
রণেম রায়